আইকোরের পর এবার সারদা মামলায় জড়াতে চলেছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। ভুবনেশ্বরের আর সি 31 মামলায় তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট ছিল আগেই। এবার শুধু তাঁর বিষয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করবে সিবিআই।

আরও পড়ুন-Big Breaking: বিজেপিতে সৌরভ? মোদি বললেন ” তৈয়ার রহিয়ে”

উল্লেখ্য, সুমন এখানে চাকরি না করেও কয়েক কোটি টাকা নিয়েছেন। তার মধ্যে কিছু টাকা সুদীপ্ত ফেরত নিলেও বাকিটা উদ্ধার হয়নি। সুদীপ্ত এখন প্রেসিডেন্সি জেলে আছেন। সিবিআই তাই জেরার জন্য কলকাতার সি এম এম এজলাসে আবেদন করেছে। আদালত আবেদন মঞ্জুর করেছেন। ফলে যে কোনো সময়ই সুদীপ্তকে এই বিষয়ে জেরা করতে জেলে যাবে সিবিআই টিম। কোর্টের নথিতে সুমনবাবুর উল্লেখ আছে।
