Thursday, December 25, 2025

কলেজের অচলাবস্থায় নাম জড়িয়ে অপমান! রাজ্যপালের কাছে নালিশ বৈশাখী-শোভনের

Date:

Share post:

মিল্লি আল-আমিন কলেজের অচলাবস্থার সঙ্গে তাঁর নাম জড়িয়ে অপমান করার অভিযোগ তুলে রাজ্যপালের কাছে নালিশ জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ও। শুক্রবার, রাজভবনে গিয়ে জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন দুজনে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিল্লি আল-আমিন কলেজের ছাত্রীরা পরীক্ষা দিতে পারছেন না। কর্মীরা সময়মতো বেতনও পাচ্ছেন না। সেই অভিযোগে কয়েকদিন ধরে কয়েকজন ছাত্রী কলেজের বাইরে পোস্টার নিয়ে ধরনা দিয়েছেন। সেই পোস্টারে তাঁরও নাম রয়েছে। বৈশাখীর অভিযোগ, সেই পড়ুয়াদের সঙ্গে দেখা করে নাকি তাঁর সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই ‘অপমানজনক’ মন্তব্যের অভিযোগ জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী।

সংবাদমাধ্যমকে বৈশাখী বলেন, আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁর সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এমনকী তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের উসকানি দিয়েছেন বলেও অভিযোগ। এতেই অপমানিত বোধ করেছেন বৈশাখী। রাজ্যের মন্ত্রী হয়েও তিনি যা বলেছেন তার জবাব জনগণ দেবেন বলে মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

একজন মহিলার সম্পর্কে অত্যন্ত কুরুচিকর এবং অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি কী করে এটা করতে পারেন তাঁর জানা নেই। ফিরহাদের এই ধরনের মন্তব্যে তিনি ব্যথিত বলেও জানান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। মিল্লি আল-আমিন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন সুলতান আহমেদ। এমন একটি কলেজে দাঁড়িয়ে একজন মন্ত্রীর কোনও মহিলা সম্পর্কে এমন মন্তব্যের নিন্দা করেন শোভন।

আরও পড়ুন- শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...