Friday, November 7, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব তুলে দেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় কোপ নামতে পারে তাঁর উপর। ট্রাম্প ‘প্রাক্তন’ হয়ে যাওয়ার পরই নাকি তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার নিষিদ্ধ ঘোষণা করতে পারে। টুইটারে লাগাতার মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগেই তাঁর বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিতে চলেছে টুইটার কর্তৃপক্ষ। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন টুইটারের এক মুখপাত্র।

প্রসঙ্গত, করোনাভাইরাসের অতিমারি নিয়ে শুরু থেকেই নানা মিথ্যাচার করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পরস্পরবিরোধী বহু মন্তব্যে জনমানসে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। অভিযোগ, টুইটারকে এইসব মিথ্যাচার প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি। পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে লাগাতার কারচুপির অভিযোগ তুলে টুইটারে নানা মিথ্যা দাবি করেছেন ট্রাম্প। এবং কোনও দাবির সপক্ষেই নির্দিষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেননি। টুইটারে করা ট্রাম্পের দাবিগুলি নির্বাচনী কর্মকর্তারা তো বটেই মার্কিন বিচারবিভাগও প্রত্যাখ্যান করেছে।

নানা সময়ে বিতর্ক তৈরি করা ট্রাম্পের দাবিগুলি এতটাই ভিত্তিহীন ছিল যে, টুইটার কর্তৃপক্ষকে তার সত্যতা যাচাই করতে নোটিশ দিতে হয় এবং নির্দিষ্ট টুইটের ওপর সতর্কতার লেবেল লাগাতে বাধ্য হতে হয়। কিন্তু এরপরেও পুরোপুরি ট্রাম্পকে নিষিদ্ধ করতে পারেনি টুইটার। তার কারণ, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন টুইটারের ওয়ার্ল্ড লিডার পলিসির আওতায় পড়েছেন ট্রাম্প। এই রক্ষাকবচ থাকাতেই এতদিন ট্রাম্পের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি টুইটার। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্টের বেশ কিছু টুইটে সতর্কতা চিহ্ন লাগিয়ে দিয়ে সেগুলি গোপন করে রাখে টুইটার কর্তৃপক্ষ। তারপরও থামেননি ট্রাম্প। বিতর্কিত ও প্রমাণহীন মিথ্যাচার চালিয়েই গিয়েছেন।

আরও পড়ুন:বিভাজনের রাজনীতির ফসল তুলে হায়দরাবাদে ৪ থেকে ৪৮ হল বিজেপি

অবশেষে ২০ জানুয়ারির পর ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার সুযোগ পাচ্ছে টুইটার। কারণ তখন আর ওয়ার্ল্ড লিডার পলিসির সুবিধা পাবেন না তিনি। একজন সাধারণ নাগরিকের মত তাঁকেও টুইটারের সমস্ত নিয়মনীতি মেনে চলতে হবে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version