Monday, May 5, 2025

‘আমি সর্বদা কৃষকের পাশেই থাকব’, কৃষি আন্দোলন নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সানি

Date:

à§§à§§ দিন পার হয়েছে কৃষক আন্দোলন। সরকারের সঙ্গে পাঁচ দফা বৈঠকের পরও এখনও বের হয়নি কোনও সমাধান সূত্র। এহেন পরিস্থিতিতে আগামীকাল à§® ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। তাদের এই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছে বহু রাজনৈতিক দল, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। এরই মাঝে কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সানি দেওয়ল। টুইট করে জানিয়ে দিলেন, ‘আমি আমার দল ও কৃষকদের পাশেই আছি। এবং সর্বদা কৃষকদের পাশেই থাকব।’

কৃষি আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছে কেন্দ্রীয় সরকার। এহেন পরিস্থিতিতে রবিবার এক টুইটে সরব হয়ে ওঠেন বলিউড অভিনেতা তথা গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওয়ল। টুইটে তিনি লেখেন, ‘আমার সকলের কাছে অনুরোধ, এটা কৃষক এবং আমাদের সরকারের বিষয়। দয়াকরে এর মাঝে কেউ ঢুকবেন না। কারণ দু’পক্ষই নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান বের করবে।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি জানি কিছু মানুষ এই আন্দোলনের ফায়দা তুলতে চায়। এবং তারা এই আন্দোলনে ইন্ধন যুগিয়ে চলেছে। তারা কৃষকদের বিষয়ে বিন্দুমাত্র ভাববে না। এই কাজের জন্য ওদের নিজেদের স্বার্থ রয়েছে।’

তবে এখানেই থামেননি তিনি। এর পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ সানি দেওয়ল টুইটে লেখেন, ‘আমি আমার দল এবং কৃষকদের পাশে আছি। এবং সর্বদা কৃষকদের পাশেই থাকব। আমাদের সরকার সর্বদা কৃষকদের উন্নতির জন্য ভেবেছে। এবং আমি বিশ্বাস রাখি কৃষকদের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে কোনও না কোনও সমাধানে রাস্তায় পৌঁছাবে।’

আরও পড়ুন- যারা যাওয়ার তাড়াতাড়ি যাক, নাম না করে ফের শুভেন্দুকে তোপ কল্যাণের

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version