নাকতলা উদয়ন সংঘে তাণ্ডব বাইকবাহিনীর, মারধরে মাথা ফাটল ক্লাব সদস্যের

নাকতলা উদয়ন সংঘ ক্লাবে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার রাত ১১ টা নাগাদ বেশ কয়েকটি বাইকে করে আসে দুষ্কৃতী দল। আচমকাই ক্লাবঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ক্লাব সদস্য।

অভিযোগ, শনিবার সন্ধেয় ক্লাবের সামনে বাইক নিয়ে রেস করছিল কয়েকজন যুবক। ওই সময়, তাঁদের বাধা দেন বাসিন্দারা। তখনকার মত বেরিয়ে গেলেও, পরে ফিরে আসে ওই বাইকবাহিনী। স্থানীয়দের দাবি, আচমকাই ২০-২৫ জন দুষ্কৃতী বাইকে চড়ে নাকতলা উদয়ন সংঘ ক্লাবের সামনে পৌঁছয়। প্রত্যেকর হাতে ছিল বাঁশ, ইঁট। কিছু বুঝে ওঠার আগেই ক্লাবের একতলার ২টি ঘরে তারা ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় প্রাণ বাঁচাতে ছাদে পালিয়ে যান ক্লাবের কেয়ারটেকার।

বাধা দিতে যান ঘটনাস্থলে গেলে ক্লাব সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে স্থানীয় বাসিন্দা পান্নালাল ঘোষের মাথা ফেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কপালে ৮টা সেলাই পড়েছে। মাথাতেও চারটে সেলাই পড়েছে।

নাকতলা উদয়ন সংঘ ক্লাবের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই সেই ক্লাবে কে বা কারা হামলা চালাল, তা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি (যাদবপুর) রশিদ মুনির খান। ঘটনাস্থল ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ।

আরও পড়ুন- টি-২০ সিরিজ জয় ভারতের, দুরন্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার

Previous articleটি-২০ সিরিজ জয় ভারতের, দুরন্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার
Next articleফের চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে