Thursday, August 28, 2025

কয়লা পাচারকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে CBI হাজিরা এড়ালেন লালা

Date:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুপ মাজি ওরফে লালা। চিঠি নিয়ে সিবিআই দফতরে গেলেন তাঁর আইনজীবী। আজ, সোমবার সকাল ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল লালাকে। সকাল থেকে সেদিকেই নজর ছিল সংশ্লিষ্ট মহলের। কিন্তু শেষ পর্যন্ত সিবিআই দফতরে এলেন না লালা। জানা গিয়েছে, তিনি শারীরিক ভাবে অসুস্থ। এই মর্মে তাঁর আইনজীবীকে দিয়ে একটি চিঠি সিবিআই আধিকারিকদের কাছে পাঠান অনুপ মাজি।

সম্প্রতি, কয়লা পাচারকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। কোমর বেঁধে তদন্তে নেমেছে সিবিআই। ৩৬৫দিন, ২৪ ঘন্টা নজরদারির জন্য আসানসোল এলাকায় শিবির করেছে সিবিআই। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে একাধিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি আধিকারিকদের নাম জড়িয়েছে কয়লা দুর্নীতিতে। যেখানে মূল অভিযুক্ত কয়লা ব্যবসায়ী লালা। তাই তদন্তে আরও গতি আনতে অনুপ মাজিরবাড়িতে গিয়ে হাজিরার জন্য সিবিআই নোটিশ দিয়েছিল।

এদিকে সিবিআই সূত্রে খবর, গত শনিবার লালার পুরুলিয়ার বাড়িতে প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তারপর থেকে পলাতক লালা। তাঁকে খোঁজার জন্য একাধিক জায়গায় এর আগেও সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছে। এবং এই তদন্তে বারবার তাঁর নাম উঠে আসায়, তাঁকে নোটিশ পাঠানো হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত হাজিরা এড়ালেন লালা।

আরও পড়ুন-নারদকাণ্ডে ফের নোটিশ জারি ইডি -র, তালিকায় কে কে?

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version