Tuesday, November 4, 2025

কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট

Date:

সাতদিনের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভোট স্থগিত করেছিল রাজ্য সরকার। সেখানে প্রশাসক বসানো হয়েছে। কিন্তু একটি মামলার রায়ে সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিল, কলকাতা পুরসভার ভোট করাতে হবে। কবে ভোট ১৭ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে বলেও সুপ্রিমকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি ভোট করাতে না পারে তাহলে সুপ্রিমকোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে বলেও কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় হবে বলে সূত্রের খবর। গত ৮ জুন কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে, কোভিড পরিস্থিতি চলায় ভোট না করিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসকমণ্ডলী বসানো হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড বাতিল করার আবেদন জানান শরদকুমার সিং। পুরমন্ত্রীর নেতৃত্বে প্রশাসকমণ্ডলীকে কাজ চালিয়ে যেতে বলেও করোনা পরিস্থিতি কমলেই পুরনির্বাচন করতে বলে হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন শরদ সিং। সেই আবেদনের শুনানিতে ফের ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডকেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার কলকাতা পুরসভা ভোট করাতে চাইছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতেই বিহার, অসম, হায়দরাবাদে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তাই কলকাতা পুরসভার ভোট না করার কোনও কারণ নেই।

সু্প্রিম কোর্টের নির্দেশের কাগজ পেলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে, এই নির্দেশের পরে বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version