ভক্তদের অভিনব স্মরণ মারাদোনাকে

 

গত ২৫ শে নভেম্বর প্রয়াত হন ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। এবার ফুটবল রাজপুত্রকে স্মরণ করতে অভিনব উদ্যোগ নেয় তাঁর ভক্তরা। সারা শরীরে মারাদোনার নাম এবং মুখ ট‍্যাটু করে মারাদোনাকে জীবিত রাখার উদ্যোগ নেয় মারাদোনার ভক্তরা।

আর্জেন্তিনার একটি ছোট ফাস্টফুডের দোকান চালান গুইলিমেরো রডরিগেজ। তিনি মারাদোনাকে স্মরণ করতে সারা পিঠ জুড়ে করিয়েছেন ট‍্যাটু। সেখানে দেখা যাচ্ছে সারা পিঠ জুড়ে রয়েছেন মারাদোনা।

একই ছবি দেখা গিয়েছে আরেক ভক্ত মাতিযাস ডিসিওসিয়ার শরীরেও। তিনি তাঁর পিঠ জুড়ে স্থান দিয়েছেন দিয়েগোর জার্সি নম্বরকে।

ম‍্যাক্সিমিলানো ফার্নন্দো তিনি আবার হাতের মধ‍্যে স্থান দিয়েছেন মারাদোনাকে।