Sunday, November 9, 2025

৯০-এর বৃদ্ধাই প্রথম ফাইজার করোনা টিকা পেলেন ইংল্যান্ডে, বললেন জন্মদিনের আগাম সেরা উপহার

Date:

বরিস জনসনের দেশে চলছে গণটিকাকরণ। তারই প্রথম প্রয়োগ করা হল ৯০ বছরের এক বৃদ্ধার ওপর। নাম মার্গারেট কিনান, সামনের সপ্তাহেই তিনি ৯১-এ পড়বেন। মার্গারেট বলেছেন, জন্মদিনের এটাই আগাম সেরা উপহার। ফাইজার এবং বায়োএনটেক কোভিড টিকার ৮০০,০০০ ডোজ দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহে। তার প্রথমটি পেয়েছেন ৯০-এর মার্গারেট।

চলতি মাসের শেষে ৪০ লক্ষ টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই টিকা ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, করোনায় যাঁদের মৃত্যুর আশঙ্কা সব থেকে বেশি, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

মার্গারেট কিনান এনিসকিলেন এলাকার বাসিন্দা। তিনি জানাচ্ছেন, প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করে তিনি গর্বিত। তাঁর জন্মদিনের এটাই সেরা আগাম উপহার। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছর ভালোভাবে উদযাপন করতে পারবেন। এই বছরটা তো একা থেকেই কেটে গেল। তিনি আরও বলেছেন, যদি কাউকে এই টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তাঁর পরামর্শ, নিয়ে নিন। যদি তিনি ৯০-তে পিছপা না হন, অন্যরা পারবেন না কেন।

গত সপ্তাহে রেগুলেটররা ফাইজারের করোনা টিকার ওপর ছাড়পত্র দেওয়ার পরই বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকা প্রয়োগ শুরু করেছে ইংল্যান্ডে। তবে এই টিকা কতটা কার্যকর হবে, তা এখনই পরিষ্কার নয়। এখনও পর্যন্ত এটি নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, তাঁদের দীর্ঘ পথ যেতে হবে। যাত্রা শুরু করা গেল।

আরও পড়ুন-ভূগোলের পাঠ্যবইয়ে বদলাবে তথ্য, বেড়েছে এভারেস্টের উচ্চতা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version