উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

পরিবারের আবেদনের ভিত্তিতে উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মীর ফের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হল। এই নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির সিজেএম আদালত। ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
নির্দেশে বলা হয়েছে-

• ৩ চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে
• ময়নাতদন্তের একটানা ভিডিওগ্রাফি করতে হবে

উলেন রায়ের ময়নাতদন্ত নিয়ে মঙ্গলবার সকাল থেকেই পুলিশ-বিজেপি চাপানউতোর শুরু হয়। বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু অভিযোগ করেন, রাতের অন্ধকারে উলেন রায় ময়নাতদন্ত করেছে পুলিশ। তাঁর পরিবারকে গজলডোবা থেকে ডেকে নিয়ে গিয়ে একটি অভিযোগ করানো হয়েছে বলেও দাবি করে বিজেপি। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়, বিধি মেনেই উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত হয়েছে।

এরপরেই ভাইয়ের মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান উলেন রায় স্ত্রী। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। যদিও পুলিশের দাবি, উলেন রায় শরীরে ছররা বন্দুকের ক্ষত মিলেছে। পুলিশ ছররা বন্দুক ব্যবহার করে না। বিজেপি কর্মীর মৃত্যুর তদন্ত ভার দেওয়া হয়েছে সিআইডিকে। তাদের দাবি দুষ্কৃতীরা ছোড়া বন্দুকের আঘাতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। এখন দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টে দিকেই তাকিয়ে পরিবার।

আরও পড়ুন- লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ! ৪৮ ঘন্টার মধ্যে দেখা করতে নির্দেশ

Previous article৯০-এর বৃদ্ধাই প্রথম ফাইজার করোনা টিকা পেলেন ইংল্যান্ডে, বললেন জন্মদিনের আগাম সেরা উপহার
Next articleশুভেন্দুর সঙ্গে পোস্টারে এবার সুনীল মণ্ডলের ছবি, বেসুরো- বার্তা সাংসদের