আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, দুপুর ১টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে WBCHSE 

আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (Higher secondary result)। এদিন দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE West Bengal 12th Result)। এরপর দুপুর ৩টে থেকে অনলাইন এবং মোবাইলের অ্যাপে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে জানানো হয়েছে যে ৮ তারিখ ফলপ্রকাশ হলেও মার্কশিটের হার্ডকপি মিলবে ১০ মে থেকে। অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে।মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে।

২০২৪ সালে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়, শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। হোম পেজে ঢুকলেই স্ক্রিনে West Bengal Higher Secondary Examinations 2024 লেখাটি দেখা যাবে। ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট। এরপর পিডিএফ আকারে তা ডাউনলোড করা যাবে।

 

Previous articleস্থায়ী স্বস্তি চাই, সুপ্রিম রায়ের পরেই অনশন ভেঙে বার্তা চাকরিহারাদের
Next articleবৃষ্টি ভিজবে রবীন্দ্রজয়ন্তী! বুধের আকাশে মেঘলা সকাল