Monday, August 25, 2025

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধে সরকারি অফিসের কর্মীদের হাজিরা নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি। রাজ্য প্রশাসন সরাসরি বনধের পক্ষে না হলেও কৃষকদের আন্দোলনকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল । বনধের দিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে আগের মত অর্থ দফতর নির্দেশিকা প্রকাশ না করায় জল্পনা বেড়েছে।

অতীতে অন্যান্য বনধের দিন অফিসে সরকারি কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে অর্থ দফতর নির্দেশিকা প্রকাশ করত। তাতে বলা থাকত সব সরকারি এবং সরকারি অফিস খোলা থাকবে । উপস্থিত থাকতে হবে কর্মীদের । ধর্মঘটের দিন অর্ধদিবস, পূর্ণদিবস বা অন্য কোনো ছুটি মঞ্জুর হবে না। হাজিরা না থাকলে সংশ্লিষ্ট কর্মীর হবে ‘ডায়েস নন’ হবে।

জানা গিয়েছে সোমবার রাত সাড়ে নটা পর্যন্ত নবান্ন থেকে তেমন কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি। সেই কারণে পর্যবেক্ষকদের ধারণা মুখে না বললেও শাসক দলের পাশাপাশি প্রশাসন নিয়ে নীরব থাকলো । এ নিয়ে প্রশাসনের তরফে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি এ দিন যদিও যানচলাচল যাতে যদিও বনধের দিন যাতে যানচলাচল স্বাভাবিক থাকে সে ব্যাপারে বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সোমবার বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছে সরকার। তবে বাস নামানোর জন্য খুব বেশি কড়া অবস্থান প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না বলে বাস মালিক সংগঠনগুলির সূত্রের দাবি। রাজ্য পরিবহণ, রাষ্ট্রীয় পরিবহণ রেল-মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-কৃষক স্বার্থে আজ থেকে পথে তৃণমূল, গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version