Thursday, November 6, 2025

সিঙঘু সীমান্তে কৃষক বিক্ষোভ চলছেই। আজ ১৩ দিনে পড়ল আন্দোলন। এই কৃষক আন্দোলনের জেরেই মঙ্গলবার দেশজুড়ে বনধ পালিত হচ্ছে । বনধের অংশ হিসেবে হাইওয়ে টোলগুলিতে বিক্ষোভ দেখান হবে। সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সংগঠন। তবে সাধারণ মানুষের কথা ভেবে এই বনধের সময়কে সীমিত করা হয়েছে । কৃষকদের তরফে জানানো হয়েছে সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত পালিত হবে। তিনটি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা।

সরকারের সঙ্গে আলোচনায় তারা তিনটি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে। সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু তা সফল হয়নি। রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে স্বাগত জানানোর পাশাপাশি সমর্থন জানিয়েছে। কৃষক সংগঠন এআইএসসিসি জানিয়েছে সমাজের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করছে। কৃষকদের পাশে দেশের এগারোটি রাজনৈতিক দল রয়েছে। সেই তালিকায় রয়েছে কংগ্রেস, ডিএমকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সি পি আই এম এল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেশনালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সমর্থন জানিয়েছে জম্মু-কাশ্মীরের পিজিডি সরকারের সঙ্গে বারবার বৈঠকের পরেও সমাধানসূত্র মেলেনি তাই ভারত বনধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন-হিম্মত থাকলে চলুন এই ‘দু পয়সার নেত্রী’কে সব সংবাদমাধ্যম বয়কট করি, অভিজিৎ ঘোষের কলম

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version