বনধের সমর্থনে মিছিল-জমায়েতে স্তব্ধ মৌলালি

বনধে জেরে থমথমে হয়ে আছে গোটা মৌলালি এলাকা। সকাল থেকে একের পর এক মিছিল আর জমায়েত চলছে। বাম, কংগ্রেস, জনতা দল ইউনাইটেড সব রাজনৈতিক দলই মিছিল করেছে।

লেনিন সরণি, শিয়ালদহ, সিআইটি রোডের দিক থেকে মিছিল আসছে। মৌলালির মোড়ে অবস্থান বিক্ষোভ চলছে। মোদির কুশপুতুল পোড়ানো হচ্ছে। কৃষি বিলের বিরুদ্ধ স্লোগান দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-কৃষক বিক্ষোভকে হাতিয়ার করে জাতীয় স্তরে ফের বিরোধী ঐক্যের চেষ্টা