Saturday, August 23, 2025

খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, তুমুল উত্তেজনা বাছুর ডোবায়

Date:

ঝাড়গ্রামে খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মঙ্গলবার, দুপুরে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাছুর ডোবা এলাকার ক্রিকেট খেলার মাঠে। এলাকায় ক্রিকেট লিগ প্রিমিয়ার খেলা শুরু হয়েছে। মঙ্গলবার ওই মাঠে খেলা দেখতে যান ঝাড়গ্রামের রাধানগর গ্রামের বাসিন্দা তকবির আলি। অভিযোগ, ওই যুবক যখন মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখছিলেন সেই সময় গাইঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ গুরুং। খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্র খবর। পরপর দু রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তকবির আলিকে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে বাছুরডোবা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন:চক্রান্ত! শুভেন্দুর নিরাপত্তায় চিন্তিত অনুগামী রাজ্যপালের কাছে যেতে চাইছেন

অভিযুক্ত ঝাড়গ্রাম থানায় এনভিএফ পদে কর্মরত বিশ্বজিৎ গুরুং-এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বিশ্বজিৎ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি  অভিযান শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে যান ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আই সি পলাশ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, মৃত ও অভিযুক্ত দুই জনই জমি ব্যবসার সঙ্গে যুক্ত। প্রায় দুই মাস আগে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। পরে তা মিটে যায় বলে মৃতের ভাই জানায়। তবে ভরদুপুরে ক্রিকেট খেলার মাঠে  শুট আউট এর ঘটনা ঘটায় ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version