Thursday, August 21, 2025

বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় নির্মলা সীতারমণ, হাসিনা, কমলা হ্যারিস

Date:

বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় রয়েছেন তিনজন ভারতীয়। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় ভারতীয় মহিলাদের মধ্যে সবার উপরে স্থান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাকি দুজন হলেন রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় প্রথম নাম জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের। দ্বিতীয় স্থানে ক্রিশ্চিনা লগার্দে। তৃতীয় স্থানে হবু মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার উপরে স্থান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারের থেকে অনেকটা পিছিয়ে গিয়েছেন। একটা সময় ফোর্বসের তালিকায় উপরের সারিতে নাম থাকত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এবারে প্রথম ১০০ জনের মধ্যেও নেই তিনি।

জানা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রীর পদে থাকার দরুন এমনিতেই চুড়ান্ত প্রভাবশালী নির্মলা। সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন। নির্মলা ছাড়াও ফোর্বসের প্রথম ১০০ জনের তালিকায় আছেন এইচসিএল কর্পোরেশন-এর সিইও রোশনি নাদার মালহোত্রা। ১০০ জন ক্ষমতাশালী মহিলাদের তালিকায় তৃতীয় নাম কিরণ মজুমদার শ’। তিনি এই তালিকায় রয়েছেন ৬৮তম স্থানে। দেশের ‘সেলফ মেড’ মহিলা শিল্পপতিদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই।

প্রত্যেকবারের মতো এবারেও ফোর্বসের তালিকায় বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। সূত্র অনুযায়ী, মর্কেল এখনও ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেত্রী। আর ইউরোপের বৃহত্তম অর্থনীতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁর হাতে। স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলাও তিনি।

কমলা হ্যারিস এই প্রথমবার ফোর্বসের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে জায়গা পেলেন। কমলাই মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন। স্বাভাবিকভাবেই প্রভাবশালীদের তালিকায় উপরের সারিতে তিনি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ভূয়সী প্রশংসা শত্রুঘ্নর

Related articles

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...
Exit mobile version