স্থানীয়দের তৎপরতায় যুবতীকে ‘পাচারের’ ছক বানচাল। শ্রীরামপুর সুকান্তপল্লিতে বাইকে করে দুই যুবতীকে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। এক যুবতী কয়েকজন পথচারীদের দেখে “বাঁচাও, বাঁচাও” চিৎকার করে বাইক থেকে লাফ মারেন। স্থানীয়রা তিনজনকেই ধরে আটকে রেখে পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়। যুবক নিজেকে প্রথমে সিবিআই অফিসার বলে পরিচয় দেন। পরে জেরার মুখে জানান, তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।

অভিযোগকারিণীর দাবি, তাঁকে ওই যুবক-যুবতী সারারাত আটকে রেখে অত্যাচার করেন। মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকা চান।

আরও পড়ুন:আজ ভবানীপুর-কালীঘাটে নাড্ডা, কাল ডায়মন্ড হারবারে

পরে জানা যায়, অভিযোগকারিণী একজন যৌনকর্মী। তাঁকে দক্ষিণেশ্বরের থেকে নিয়ে আসা হয় তাঁকে। একটি নির্মীয়মাণ আবাসনে আটকে রেখে ভোরবেলায় তাঁকে দিল্লি রোডের দিকে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা সামনে আসে। এই যুবতীকে ভিন রাজ্যে পাচারের শখ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

