Thursday, August 21, 2025

‘স্বাস্থ্যসাথী’তে আবেদনের ঢল, কার্ডের বদলে বিমাপত্র দেওয়ার ভাবনা নবান্নের!

Date:

ভিড় সামলাতে স্মার্টকার্ডের বদলে কাগজের বিমাপত্র দেওয়ার কথা ভাবছে নবান্ন। কারণ, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিমা করাতে আবেদনের ঢল নেমেছে। কিন্তু নবান্ন সূত্রে খবর ভোটের আগে এত মানুষকে ডিজিটাল কার্ড দেওয়া সম্ভব নয়। সেই কারণে, স্মার্টকার্ডের পরিবর্তে আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ অঙ্গীকারপত্র দেওয়ার কথা ভেবেছে সরকার।

১ ডিসেম্বর শুরু হওয়া পরিষেবা শিবিরে প্রথম সপ্তাহে শুধু স্বাস্থ্যসাথীর কার্ড পেতে আবেদন জমা পড়েছে ১১ লক্ষ। এই হারে চলতে থাকলে স্বাস্থ্যসাথীর কার্ড চাইতে পারে অন্তত ৫০ লক্ষ পরিবার। সেই পরিস্থিতিতে নির্বাচনের আগে সকলকে স্মার্টকার্ড দেওয়া সম্ভব নয়। কারণ, এত কম সময়ে ৪০-৫০ লক্ষ স্মার্টকার্ড তৈরি করার পরিকাঠামো নেই রাজ্যে। সেক্ষেত্রে বেশি আবেদন এলে আপাতত কাগজের বিমাপত্র দিয়ে দেওয়া হতে পারে। ভোট পর্ব মিটে গেলে স্মার্টকার্ড দেওয়া হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল

যদিও কাগজের বিমাপত্র দেওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে সরকারের অন্দরেই। কারণ, স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণার সময় মুখ্যমন্ত্রী নিজেই স্মার্টকার্ড দেখিয়ে বলেছিলেন, রাজ্যের প্রকল্পে বাড়ির মহিলার নামে বিনামূল্যে কার্ড দেওয়া হচ্ছে। সুতরাং এখন কাগজের বিমাপত্র সাধারণ মানুষ গ্রহণ নাও করতে পারেন। কিন্তু ৪০-৫০ লক্ষ আবেদন এলে কোনও ভাবেই অল্প সময়ে সকলকে কার্ড দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প বিমার কাগজই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version