ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচে দেখা দিল রিভিউ বিভ্রান্তি। শুরু হয় বিতর্ক। ভারত অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে রিভিউ চাইলেও, পরে তা বাতিল করে দেন দুই অ্যাম্পেয়র। আর এতেই শুরু হয় বিতর্ক।

মঙ্গলবার সিডনিতে এমনটাই ঘটল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। ম্যাচের ১১তম ওভারে টি নটরাজের বল ওয়েডে প্যাডে লাগে। তখন ভারতের দুই ক্রিকেটার টি নটরাজ বা কে এল রাহুল কেউ রিভিউ আবেদন চাননি। সেই সময় বিরাট কোহলি রিভিউ চেয়ে বসেন। তখন দুই অ্যাম্পেয়র রিভিউতে সবুজ সংকেতও দেন। কিন্তু পরে তা বাতিল করে দেন। শুধু তাই নয়, এরই মধ্যে জায়েন্ট স্ক্রিনে ওয়েডের প্যাডে বল লাগার রিপ্লে দেখানো শুরু করে দেওয়া হয়। আর এতেই শুরু হয় বিতর্ক। রিভিউ ব্যাতিল করে দেওয়ায় পর অ্যাম্পেয়রের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। আর এই রিভিউ বাতিল করে দেওয়া নিয়ে সরব হন ক্রিকেট বিশ্ব।
