Tuesday, January 13, 2026

মতুয়ারা এদেশের নাগরিক, কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর 24 পরগনার গোপালনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। কারও কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই”। জন্মগতভাবে বাড়িতে একজনের জাতিগত শংসাপত্র থাকলেই সেটা প্রমাণ।

ঠাকুর পরিবারের আগুন ধরিয়ে গত লোকসভা নির্বাচনে বনগাঁ ভাষণটি ছিনিয়ে নেয় বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক ফেরানোই লক্ষ্য শাসকদলের।

এদিন, বনগাঁর অন্তর্গত গোপালনগরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেন তৃণমূল নেত্রী। এই সরকারের আমলে রাজ্যে মতুয়াদের জন্য নেওয়া উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বড়মার চিকিৎসা আমি নিজে করিয়েছি। এটা আমার পুরনো জায়গা”। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করা হবে বলেও জানান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, বাউরি সম্প্রদায় ও মতুয়াদের উন্নয়নে বোর্ড তৈরি করেছে বর্তমান রাজ্য সরকার। ১০ কোটি টাকাও দিয়ে দিয়েছে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএএ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, সিএএ করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। ফের তিনি জানিয়ে দেন, বাংলায় এনআরসি-এনপিআর হবে না। “রাজ্যকে গুজরাত বানাতে দেব না।” রাজ্য সরকারের উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দিয়েছি। অন্য সব কলোনিগুলিকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

সভা থেকে একসঙ্গে সিপিআইএম এবং বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “সিপিআইএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ হয়ে গিয়েছে। বাইরে থেকে আরএসএস-এর গুন্ডা নিয়ে আসছে”।

তৃণমূলনেত্রীর বলেন, বাইরে মানুষরা এসে হিন্দুধর্ম শেখাচ্ছে। আমরা স্বামীজীর থেকে হিন্দুধর্ম শিখব, বহিরাগতদের থেকে নয়।

মতুয়াদের ঠাকুরবাড়ির এক সদস্য মমতাবালা তৃণমূলের প্রাক্তন সাংসদ, অপরজন শান্তুনু ঠাকুর বিজেপির বর্তমান সাংসদ। এই প্রেক্ষিতেই নাম না করে মমতা বলেন, “বিভেদের রাজনীতি করছে। মতুয়াদের ভেঙে দিয়েছে।হিন্দু-মুসলমান ভাগ করছে”।

কৃষক আন্দোলন নিয়েও এদিন ফের কেন্দ্রের আইনের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, “গায়ের জোরে কৃষক বিরোধী তিনটি আইন করেছে। কৃষকরা যা তৈরি করে জোতদার, আড়তদাররা নিয়ে নেবে”।

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প ও দুয়ারে সরকার কর্মসূচির বিষয়েও বোঝান মুখ্যমন্ত্রী। নিউটাউনে আইটি সেক্টরে দুশো একরে সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে বলে জানান তিনি। বলেন, রাজ্যের প্রতি বঞ্চনা আর লাঞ্ছনা চলছে। আট বছরে বাংলা যা করেছে তা উদাহরণযোগ্য।

 

 

spot_img

Related articles

পরকীয়ায় জড়িত ছিলেন মেরি কম! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্বামীর

দুই বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে মেরি কম (Mary Kom) এবং তার স্বামী কারুং অনলারের মধ্যে ।এবার...

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কণ্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...