‘দুপয়সার প্রেস’: মহুয়াকে আইনি নোটিশ

mahua moitra attacks pm narendra modi and amit shah

সংবাদমাধ্যমকে ‘দুপয়সার প্রেস’ বলায় এবার আইনি নোটিশ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। পাঠিয়েছেন স্মরজিৎ রায়চৌধুরী নামে এক আইনজীবী। ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রকাশ্যে। যদিও বিষয়টি নিয়ে মহুয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অসম্মানজনক উক্তি করায় তীব্র বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। এরপর চাপে পড়ে তিনি যেভাবে ক্ষমা চেয়েছেন, তাতে তিনি সাংবাদিকদের আরও হেয় করেছেন বলেই অভিযোগ। এর জেরেই আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী মহুয়া মৈত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য।

আরও পড়ুন- পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ এবার ময়নাগুড়ির বিধায়কের

মহুয়ার বক্তব্য দলের মত নয়, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। নাম না করে মঙ্গলবার পূর্ব বর্ধমানের সবথেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমের ইজ্জত আছে। কিন্তু এতসব এরপরেও মহুয়া আছেন মহুয়ার জায়গাতেই। নিজের মন্তব্যের জন্য তিনি যে সামান্য বিচলিত তারও কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন- ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী

 

Previous articleব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী
Next articleউত্তমের নাতি গৌরবের বিয়ে দেবলীনা কুমারের সঙ্গে