Wednesday, December 24, 2025

মানুষের কাজ করতে পদ লাগে না’, খিদিরপুর, একবালপুর, বেহালায় ফের শুভেন্দু’র পোস্টার

Date:

Share post:

ফের কলকাতায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার, ব্যানার দেখা গেলো। উত্তর কলকাতা, গড়িয়াহাট, গোলপার্ক, নিউ আলিপুরের পর এবার বেহালা চৌরাস্তা, বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া এই সব পোস্টার-ব্যানারে লেখা, ‘মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না, ‘আমরা দাদার অনুগামী’। টালিগঞ্জ, করুণাময়ী মোড়, খিদিরপুর মোড়ের একাধিক জায়গাতেও এই পোস্টার দেখা গিয়েছে। ওদিকে, এদিনই বর্ধমান শহরের বিভিন্ন জায়গাতেও শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা গিয়েছে। তবে উল্লেখযোগ্য, এই সব পোস্টারে আর ‘‌দাদার অনুগামী’‌ নয়, এবার প্রচারে নেমেছে, ‘‌শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাব’‌।

বুধবার সকালে খিদিরপুরে কার্ল মার্কস সরণিতে তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে শুভেন্দুর সমর্থনে একাধিক ব্যানার নজরে এসেছে৷। এই সব ব্যানারে লেখা, “মানুষের কাজ করতে পদ লাগে না।” ব্যানার বা পোস্টারে তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দলের কোনও প্রতীক নেই।একবালপুর বাসস্টপে পশ্চিমবঙ্গ সরকারের ‘‌দুয়ারে সরকার’‌ বিজ্ঞাপনের ঠিক পাশেই শুভেন্দুর ছবি দেওয়া বেশ কয়েকটি পোস্টার দেখা গিয়েছে। পাশাপাশি বেহালা চৌরাস্তায় জেমস লং সরণিতে শুভেন্দু অধিকারীর সমর্থনে ‘‌দাদার অনুগামী’‌ ফ্লেক্স টাঙানো হয়েছে। পোস্টার পড়েছে বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডেও। স্থানীয়দের বক্তব্য, রাতে এই সব পোস্টার, ফ্লেক্স, ব্যানার লাগানো হয়েছে৷ এই পোস্টার দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে, মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা দিয়েছে। তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিভিন্ন লাইন। তবে এবার প্রচারে আর ‘‌দাদার অনুগামী’‌রা নয়, প্রচার শুরু করেছে ‘‌শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাব’‌। শুধু পোস্টারই নয়, শুভেন্দুর অনুগামীরা মঙ্গলবার মেমারির রসুলপুরের রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন।‌

আরও পড়ুন-উত্তরকন্যা অভিযানে হিংসা, FIR হলো বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের নামে

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...