আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পার্থিব প‍্যাটেলের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব প‍্যাটেল। বুধবার সোশ্যাল মিডিয়া নিজের ক্রিকেট জীবনের অবসরের ঘোষণা করে তিনি। মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় দলে উইকেট কিপারের দায়িত্ব নেন পার্থিব।

বুধবার সকালে টুইটারে তিনি লেখেন, “আজ ১৮ বছরের ক্রিকেট জীবনের পর্দা টানছি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার প্রতি ভরসা দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

২০০২ সালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম মাঠে নামেন পার্থিব প‍্যাটেল। দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট জীবনে খেলেছেন ২৫ টি টেস্ট, ৩৮ টি একদিনের ম‍্যাচ এবং ২ টি টি-২০ ম‍্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট জীবনে কোন শতরান না থাকলেও, ১০ টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।খেলেছেন আইপিএল এর মতন টুর্নামেন্টেও।

আরও  পড়ুন :বরুণ ধাওয়ান, নীতু কাপুরের পর এবার ফের কোভিডের হানা বিটাউনে, আক্রান্ত কৃতি স্যানন

 

Previous articleমানুষের কাজ করতে পদ লাগে না’, খিদিরপুর, একবালপুর, বেহালায় ফের শুভেন্দু’র পোস্টার
Next articleকৃষক আন্দোলনের ১৪ দিন: আজ সরকারের লিখিত প্রস্তাবের অপেক্ষায় কৃষকরা