Sunday, August 24, 2025

সফরসূচি একদিন পিছিয়ে আজ, বুধবার ফের রাজ্য সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।

এবার নাড্ডার দু’দিনের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। আজ, প্রথমদিন তিনি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায়। তৃণমূল নেত্রীর বিধানসভা এলাকায় বিজেপির “গৃহসম্পর্ক অভিযান”-এ যোগ ডেভেন নাড্ডা।

এদিন বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে সড়ক পথে বিজেপির হেস্টিংস অফিসে পৌঁছাবেন। বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন নাড্ডা। পাশাপাশি, ভার্চুয়ালি আরও ৯টি জেলা অফিসের সূচনা করবেন বিজেপি সভাপতি। তারপর মুখ্যমন্ত্রীর ভবানীপুরের পাড়ার যাবেন তিনি। সেই কর্মসূচিতে বাড়ি বাড়ি ঘুরবেন বিজেপি সভাপতি। নিজের মুখে রাজ্য সরকারের অপশাসন এবং কেন্দ্রীয় সরকারের সাফল্য কথা শোনাবেন মুখ্যমন্ত্রীর এলাকাবাসীদের।

এরপর বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেবেন নাড্ডা। সেখান থেকে হো চি মিন সরণীর এক প্রেক্ষাগৃহে যাবেন। কিছু বস্তিবাসীর সঙ্গে বৈঠক করবেন। প্রান্তিক শ্রেণীর এই মানুষদের সমস্যার কথা শুনবেন। শেষে দলের নির্বাচনী কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

পরের দিন বৃহস্পতিবার তিনটি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে বৈঠক করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকের পর জেলার মৎস্যজীবীদের নিয়েও আলোচনায় বসতে চলেছেন তিনি। বিজেপি সূত্রের খবর, অন্তত ১০০ জন মৎস্যজীবী এই আলোচনায় যোগ দিতে পারেন।

আরও পড়ুন:নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে রাজ্য

এছাড়া বারুইপুর পূর্ব, ডায়মন্ডহারবার এবং মথুরাপুর সাংগঠনিক জেলার মধ্যে যেসব কর্মী শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন, তাঁদের একটা অংশের সঙ্গেও বৈঠক করবেন। আসন্ন ভোটে এই কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব।

তবে এবারের সভায় নাড্ডা ভবানীপুর ও ডায়মন্ড হারবারকে কেন বেছে নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version