জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার গোয়ার তিলক ময়দানে জামসেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। টানা তিন ম‍্যাচের হারের জ্বালা কাটিয়ে জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া রবি ফাউলারের দল।

এই মুহুর্তে আইএসএল এ টানা তিন ম‍্যাচ হেরে লিগ টেবিলে একেবারে শেষে এসসি ইস্টবেঙ্গল। ফুটবলারদের উদ্ধুদ্ধ করতে শুরু হয়েছে মনোবিদ নিকোলা ম‍্যাকালিয়গের ক্লাস। জামসেদপুর ম‍্যাচের জন‍্য মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টায় তিনি। পরপর হারের ধাক্কায় বিপর্যস্ত লাল-হলুদ ব্রিগেড। জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। কারন সোমবার জামসেদপুর এফসি হারিয়েছে এটিকে মোহনবাগানকে। জামসেদপুরের ভাল্কিস এবং আইতর মনরয়কে আটকাতে কালঘাম ছুটে গিয়েছিল বাগান ডিফেন্সের। তাই বৃহস্পতিবার জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে বুধবার অনুশীলনে ডিফেন্সে জোর দেন ফাউলার। এরপাশাপাশি অনুশীলনে ফ্রি-কিক এবং কর্নার কিকের ওপর জোর দেন লাল-হলুদ কোচ।

ড‍্যানি ফক্সের চোট থাকায় জামসেদপুর ম‍্যাচেও পাওয়া যাবে না তাকে। পাশাপাশি আমাদি এবং লোকেন এখনও ম‍্যাচ ফিট নয়, বলে জানান রবি ফাউলার।

টানা তিন ম‍্যাচ হারলেও তা নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। একটা জয় দলের মানসিকতা বদলে দিতে পারেন বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন-জমজমাট আইএফএ শিল্ড, দুরন্ত জয় কালীঘাট এমএস এর