পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ এবার ময়নাগুড়ির বিধায়কের

এবার পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ তৃনমূল বিধায়কের। ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী বুধবার স্পষ্ট ভাষায় জানালেন, দল যদি হারে তাহলে হারবে প্রশান্ত কুমারের জন্যেই। পিকে এসে লাভ হয়নি, দলের ক্ষতিই হয়েছে। দলীয় বিধায়কের দলের কর্মপদ্ধতি নিয়ে প্রকাশ্য সমালোচনা নিশ্চিতভাবে শাসকদল তৃণমূলকে নতুন করে অস্বস্তিতে ফেলবে।

অনন্ত দেব অধিকারী বুধবার কলকাতায় দাঁড়িয়ে বলেন, উত্তরবঙ্গে দরকার ছিক গণআন্দোলন। কৃষি আইন নিয়ে আন্দোলন। সেটা আমরা করতে পারিনি। তার বদলে ১০হাজার মাস মাইনের কম বয়সীদের পাঠানো হচ্ছে। তারা যে তথ্য দিচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ফলে ফল ভুগতে হচ্ছে দলকেই।

তাহলে কী দলবদলই ভবিষ্যৎ? ময়নাগুড়ির বিধায়ক অবশ্য পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এই বয়সে এসে আর নীতিচ্যুত হতে পারব না। অবস্থা অন্যরকম হলে রাজনৈতিক সন্ন্যাসের পথেই যেতে হবে।

আরও পড়ুন- জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল