উত্তমের নাতি গৌরবের বিয়ে দেবলীনা কুমারের সঙ্গে

বিয়ে করলেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়।
পাত্রী তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার।
অভিনয়সূত্রেই দুজনের আলাপ।
বুধবার বিয়ে হল আনুষ্ঠানিকভাবে।
করোনাবিধি মেনে কম, বাছাই আমন্ত্রিত।মেনুও ছিল নজরকাড়া ।

মেনু: লুচি , ছোলার ডাল, বেগুন ভাজা, চিংড়ি কাটলেট, সাদা ভাত, দই কাতলা, চিতল মুইঠা, মিষ্টি পোলাও, মটন, পাটিসাপটা, সন্দেশ , ক্ষীর এর দই। ভজহরি মান্নার ক্যাটারিং আর বলরাম মল্লিকের মিষ্টি।
দেবাশিস কুমার সব দেখভাল করেন।
ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্টরা।
ছবিতে নবকল্লোল পত্রিকার সম্পাদক রূপা মজুমদার ও নবদম্পতি।

আরও পড়ুন- ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী