Tuesday, August 12, 2025

শুক্রবার আইএসএলে পঞ্চম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে এমবি কোচ হাবাস।

শেষ ম‍্যাচে জামসেদপুর এফসির কাছে হারতে হয়েছিল বাগান শিবিরকে। টানা তিন ম‍্যাচ জয়ের পর প্রথম হারের মুখ দেখে এটিকে এমবি। বাগান ডিফেন্সকে কার্যত নাস্তানাবুদ করে দেয় ভাল্কিসরা। জামসেদপুরের গোল দুটি আসে সেট-পিস থেকে। এবার সেই ভুল সুধরে মাঠে নামতে মরিয়া এটিকে মোহনবাগান। ম‍্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল বাগান অনুশীলনে। সেট-পিস থেকে যাতে গোল হজম না করতে হয়, সেই দিকেই নজর দিচ্ছেন এটিকে এমবি কোচ হাবাস। একই কথা শোনা যায় বাগান ফুটবলার তিরির গলাতেও।

এদিকে চোট সারিয়ে দলে ফিরছেন ডেভিড উইলিয়ামস। তবে এখনও পুরোপুরি ফিট নন হাবি হার্নন্ডেজ। তাই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকার সম্ভবনাই বেশি। এই মুহুর্তে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ হাবাস। কারন হায়দরাবাদ এফসির খেলার স্টাইল অনেকটাই জামসেদপুর এফসির মতন। সেট-পিস থেকে অ‍্যাটাকে যায় তারা। যা চিন্তায় রাখছে বাগান কোচকে।

এদিকে জামসেদপুর ম‍্যাচে হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এডু গার্সিয়া। নিজামের দলের বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ এডুর।

আরও পড়ুন :উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

Related articles

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ...

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan)...

পুলিশকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব: তীব্র প্রতিবাদ পুলিশ পরিবারের মহিলাদের

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধী দলনেতা-সহ বিরোধীদলের রাজনৈতিক নেতৃত্ব রাজ্য ও কলকাতা পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীদের...

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম...
Exit mobile version