Tuesday, November 4, 2025

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ করায় কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সমাজকর্মী ও রাজনীতিক যোগেন্দ্র যাদব শুনানিতে দাবি করেন কমিশনের আধিকারিকরা প্রত্যেক ঘরে সংশোধনীর কাজ করার সময় লক্ষ্য রাখে নাম বাদের দিকেই, নাম যুক্ত করায় নয়। তিনি দাবি করেন, ২৮ লক্ষ মানুষের নাম যুক্ত করার অবকাশ থাকলেও তা করা হয়নি। এদিনের শুনানিতে যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) বিহার থেকে দুজন এমন ব্যক্তিকে পেশ করেন যাঁদের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিয়ে দিয়েছে, তারা মৃত বলে। এদিন যোগেন্দ্র যাদবের শুনানির প্রশংসা করে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।

বিহার এসআইআর নিয়ে বিরোধীদের দায়ের করা একাধিক মামলার শুনানিতে বিহারে এসআইআর (Bihar SIR) প্রক্রিয়া জারি রাখার পক্ষে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট (Supreme Court)। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই ইস্যু দীর্ঘদিনের বকেয়া। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিশ্বাসযোগ্যতার বিষয়টি এখানে নির্ভর করছে। আদালতের পর্যবেক্ষণ, যাঁদের নাম অনৈতিকভাবে বাদ পড়েছে তাদের তালিকা চেয়ে পাঠায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সেখানেই নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন, এই ধরনের প্রক্রিয়ায় ভুল হওয়া অনিবার্য। তবে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে সেই ভুল সংশোধনের অবকাশ রয়েছে।

আরও পড়ুন: বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, কমিশন আধার বা ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করছে না। বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এই নথি প্রকৃত অর্থে কোন স্থানের বাসিন্দা তার প্রমাণ দেয় না। আদালতের পর্যবেক্ষণ, যে সব নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাওয়া হয়েছে তার কিছু নাগরিকদের থাকা আবশ্যক বলে।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version