গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে টুইট মমতার

মানবাধিকার দিবসে গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“আজ মানবাধিকার দিবস। আজকাল, গণতন্ত্রকে বুলডোজ করার, মৌলিক অধিকারকে চূর্ণ করার এবং জনগণের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা চলছে। আমাদের সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ”।

আরও পড়ুন : ভোটের আগেই কলকাতার নগরপাল হতে চলেছেন বিনীত গোয়েল

মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ সরকার গত সাড়ে ন বছরে ১৯ টি মানবাধিকার আদালত গঠন করেছে। তাঁর বারবার বিক্ষোভ ও আন্দোলনের পরে ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয় বলেও জানান মমতা। এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : সামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য

বরাবর গণতন্ত্রের পক্ষে সওয়াল করেন মমতা। বাকস্বাধীনতার পক্ষে তিনি। রাজ্যবাসীকে তাঁদের প্রাপ্য অধিকার দিতে ক্ষমতায় আসার পর থেকেই সচেষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দিনে সেই মত প্রকাশ করে আবার সেকথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleসাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি! তদন্তে ইএমএ
Next articleপ্রয়াত সাংসদ বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল