Monday, August 25, 2025

পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

Date:

ঝাড়খণ্ডের দুমকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ সতেরো জন মদ্যপের বিরুদ্ধে। স্বামীর সঙ্গে বাজার করে ফেরার সময় পথ আটকানো হয় তাঁদের পথ আটকায় অভিযুক্তরা। এরপর তাঁর স্বামীকে বন্দি করে তাঁর ওপর নির্যাতন চালায় তারা। নির্যাতিতা গতকাল পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার মুফাসসিল থানা এলাকায়। ৩৫ বছরের ওই মহিলা পাঁচ সন্তানের মা। ইতিমধ্যে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনি একজনকেই শনাক্ত করে পেরেছেন। ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সে ওই অপরাধে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখে জেলে পাঠানো হবে তাকে। তবে ওই মহিলার বয়ানে অসঙ্গতিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিআইজি জানিয়েছেন, “আমরা গ্রামবাসীদের প্রশ্ন করে খতিয়ে দেখছি। কেননা মহিলা বারবার তাঁর বয়ান বদলাচ্ছেন। যখন ওঁকে ওঁর গ্রামে গিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন তাঁকে পাঁচজন ধর্ষণ করেছে।”

ডিআইজি সুদর্শন মণ্ডল জানিয়েছেন, ওইদিন রাতে আচমকাই ওই দম্পতির পথ আটকায় অভিযুক্তরা। তারা সকলেই মদ্যপ ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওই মহিলার দেওয়া বয়ান থেকে জানা গিয়েছে, গ্রামের বাজার থেকে রাতে ফেরার সময় অভিযুক্তরা তাঁদের উপরে চড়াও হয়। মহিলার স্বামীকে বন্দি করে তাঁর উপর নির্যাতন চালায় তারা।”

আরও পড়ুন-বাংলায় বিশ্বকবির বাণী, গণতন্ত্রের জয়ধ্বনি: নয়া সংসদ ভবনের শিলান্যাস করলেন মোদি

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version