উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

নজিরবিহীন ঘটনা ঘটল উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে। বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলো খোদ রেফারির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চ‍্যাম্পিয়ন্স লিগে ম‍্যাচে পিএসজির মুখোমুখি হয়েছিল ইস্তানবুল বাসাকসেহির। সেখানে ম‍্যাচের ১৪ মিনিটে বর্ণবিদ্বেষে নিয়ে মন্তব‍্য করেন ম‍‍্যাচের চতুর্থ রেফারি। প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে যান দু দলের ফুটবলাররা। যার ফলে উয়েফা ম‍‍্যাচ বন্ধ করতে বাধ‍্য হয়। সরিয়ে দেওয়া হয় ম‍্যাচ পরিচলানার দায়িত্ব থাকা রোমানিয়া আধিকারিকদের।

বুধবার রাতে ছিল সেই ফিরতি ম‍্যাচ। সেই ম‍্যাচে বাসাকসেহিরকে ৫-১ গোলে হারালো পিএসজি। ম‍্যাচের আগে দু দলের ফুটবলারসহ রেফারি, লাইসম‍্যানরা বিশেষ টি-শার্ট পরে হাঁটু মুরে বসে বর্ণবিদ্বেষ বিরুদ্ধে প্রতিবাদ যানান। এরপরই শুরু হয় ম‍্যাচ। সেই ম‍্যাচে ঝড় তোলেন নেইমার। ম‍্যাচে হ‍্যাটট্রিক করেন ব্রাজিলের ওন্ডার কিড। জোড়া গোল এমব‍্যাপের।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় পিএসজি। ম‍্যাচের ২১ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন নেইমার। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে ফের পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ম‍্যাচের ৪২ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। আর সেই পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন এমব‍্যাপে। এরফলে ম‍্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে পিএসজি।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় পিএসজি। ম‍্যাচের ৫০ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন নেইমার। এরঠিক দু মিনিটের মাথায় বাসাকসেহির হয়ে একটি মাত্র গোলটি করেন তোপাল। এরপর পাল্টা আক্রমন চালায় পিএসজি। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে পিএসজির হয়ে পঞ্চম গোলটি করেন এমব‍্যাপে।

আরও পড়ুন :অভিশপ্ত ২০২০: এবার চলে গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি

Previous articleএবার কি ছাড়পত্র পাবে অক্সফোর্ডের টিকা? আশার আলো দেখছেন গবেষকরা
Next articleঘুমের ওষুধের মাত্রা কমানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য