Sunday, November 2, 2025

ডাইনি অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ডুয়ার্সের নাগরাকাটায়, জখম ২ মহিলা

Date:

ডাইনি অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উটেছে ডুয়ার্সের জলপাইগুড়ির নাগরাকাটা থানা এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার ময়নাখোলা এলাকায়। ওই ঘটনায় হামলাকারীরা আরও দুজন মহিলাকে মারধর করেছে। তাঁরা দুজনেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। ঘটনায় জড়িতদের সন্দেহে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মংরা ওঁরাও (৬৪)। তিনি ময়নাখোলা এলাকারই বাসিন্দা। কিছুদিন ধরে ওই এলাকার বাসিন্দারা নানান রোগে আক্রান্ত হচ্ছিলেন। ওই সুযোগে কেউ বা কারা গুজব ছড়িয়ে দেয়, যে কারোর তুকতাকের জন্য ওই এলাকায় রোগ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন : পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

এরপরে বুধবার রাতে একদল লোক ময়নাখোলায় গিয়ে সন্দেহের বশে দুজন মহিলাকে মারধর শুরু করে। অভিযোগ, উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে ওই মহিলারা মংরার নাম বলেন। উত্তেজিত জনতা গিয়ে মংরাকে বাড়ি থেকে বার করে মারধর শুরু করে। তিনি অচৈতন্য হয়ে পড়লে, তাঁকে ওই অবস্থায় ফেলে চলে যায় সকলে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ডুয়ার্সের চা বাগানে ডাইন অথবা ডাইনি সন্দেহে মারধর, খুনের ঘটনা অতীতে অনেক ঘটেছে। ডাইনি বলে কিছু নেই, তা নিয়ে প্রচারও চালাচ্ছেন যুক্তিবাদীরা। তার পরেও কেন হামলা, খুনের পুনরাবৃত্তি ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version