সভাপতি-সহ মিমের গোটা যুব সংগঠন তৃণমূলে

ফের বাংলার বুকে বড়সড় ধস নামলো বহু চর্চিত মিমের। রাজ্যে এআইএমআইএমের যুব সংগঠনের সভাপতি মহম্মদ সফিউল্লাহ খান-সহ গোটা নেতৃত্বই আসাদ উদ্দিন ওয়েসির হাত ছেড়ে নাম লেখালেন ঘাসফুল শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি রাজ্যে এক প্রভাবশালী নেতা সদলবলে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এরপর যুব সংগঠনের পুরোটাই তৃণমূলে চলে আসায় শাসক দলের সংগঠন আরো মজবুত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগ দেওয়ার পর মিমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খানের দাবি, রাজ্যের ২৩ জেলায় মিমের ১০ লক্ষ সদস্য রয়েছেন। সব জেলার সভাপতিই তৃণমূলে যোগ দিলেন। একুশের নির্বাচনের আগে এরাজ্যে মিম বলে আর কিছু থাকবে না। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সঙ্গে আছেন।

 

Previous articleডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার ৭
Next articleহাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজের নির্দেশ উচ্চ আদালতের