Friday, August 22, 2025

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজের নির্দেশ উচ্চ আদালতের

Date:

ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চপ্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

উচ্চপ্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বড়োসড়ো দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। প্রায় আড়াই হাজারেরও বেশি আবেদন করেন মামলার ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দিল মামলা প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে নতুন করে সবকিছু করতে হবে।

মামলাকারীদের আইনজীবী জানান, “উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। তারই ভিত্তিতে এই মামলা করা হয়েছিল। মহামান্য আদালত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। চাকরিপ্রার্থীদের নথি ভেরিফিকেশন-সহ গোটা প্রক্রিয়াটাই নতুন করে শুরু করার আবেদন ছিল আমাদের। আদালতে আমাদের পক্ষেই রায় দিয়েছে।”

শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত ১৯৭৯ বেশি মামলার একযোগে নিষ্পত্তি হয় এই রায়ে। ১ লক্ষ ৮০ হাজারের বেশি নিয়োগপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে লছিল হাইকোর্ট এই রায়ের ওপর।

নিয়োগে দুর্নীতি, প্যানেলে অসঙ্গতি-সহ একাধিক অভিযোগে ২০১১ সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, দিনের পর দিন মামলার শুনানি হচ্ছে না। শুনানি না হওয়ায় প্যানেলের নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না বহু চাকরি প্রার্থী। এবার সেই অভিযোগের অবসান হলো কলকাতা হাইকোর্টে।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version