শনিবার দুদিনের সফরে বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এবারের সফরে জেলায় জেলায় সংঘের কাজকর্ম পর্যালোচনা করবেন তিনি। জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর কলকাতায় আরএসএসের কার্যালয় কেশব ভবনে কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভাগবত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে ওই এলাকার প্রচারকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।