Sunday, May 4, 2025

প্রতিবাদী হলেই কি রোষের মুখে পড়তে হয়? বাস্তব কিন্তু তাই বলছে। এক প্রতিবাদী সাংবাদিককে ফাঁসি দিল ইরান সরকার। ইরান সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, ‘পৃথিবীতে দুর্নীতি’ (Corruption on Earth)। এরপরই সেখানকার সরকারি সংবাদ সংস্থা ইরনার (IRNA) তরফে জানা গিয়েছে, প্রতিবাদী সাংবাদিক রুহোল্লা জামকে (Journalist Ruhollah Zam) ফাঁসি দিল ইরান (Iran) সরকার।

জানা গিয়েছে, বছর তিনেক আগে ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান হাজার হাজার মানুষ। এরপরই কট্টর ধর্মান্ধতা, দেশের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে এই আন্দোলন মোকাবিলা করে শাসক দলের নেতারা। শাসক দলের রোষের মুখে পড়েন ফ্রান্সে স্বেচ্ছা-নির্বাসনে যাওয়া সাংবাদিক রুহোল্লা। জাম টিভি নামে তাঁর চ্যানেলে সরকার-বিরোধী প্রচার ছাড়া জনরোষে উস্কানি দিয়েছে বলে অভিযোগ এনেছিল ইরান সরকার। আমাদনিউজ নামে রুহোল্লার টেলিগ্রাম (Telegram) চ্যানেলটির ফলোয়ার্স প্রায় ১০ লক্ষ ছাড়িয়েছিল। ২০১৯-এর সেপ্টেম্বরে (September) ইরানের গুপ্তচরেরা রুহোল্লা-কে ইরাক থেকে তুলে নিয়ে আসে। এরপর তাঁর বিচার হয় ধর্মীয় আইনে।

ইরানে ‘পৃথিবীতে দুর্নীতি’-র অভিযোগ আনা হয় সরকার পরিবর্তন বা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগ আনা হয়েছিল শাসক দলের বিরুদ্ধে সরব সাংবাদিক রুহোল্লা জামের বিরুদ্ধেও। এরপর নিম্ন আদালত দ্রুত বিচার করে। তাঁকে ফাঁসির আদেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) জুনে (June) তা বহাল রাখে। ফরাসি সরকার এই রুহোল্লার প্রাণদণ্ডের বিরোধিতা করে জামকে মুক্তি দেওয়ার আবেদন করেছিল তেহরানের কাছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শনিবার (Saturday) সেই প্রতিবাদী সাংবাদিক রুহোল্লা জামকে ফাঁসিই দিল ইরান সরকার।

আরও পড়ুন-হাসিনা-মোদি বৈঠক : গুরুত্ব পাবে কোভিড টিকা ও মুজিববর্ষ উদযাপন

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version