Tuesday, December 16, 2025

প্রতিবাদী হলেই কি রোষের মুখে পড়তে হয়? বাস্তব কিন্তু তাই বলছে। এক প্রতিবাদী সাংবাদিককে ফাঁসি দিল ইরান সরকার। ইরান সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, ‘পৃথিবীতে দুর্নীতি’ (Corruption on Earth)। এরপরই সেখানকার সরকারি সংবাদ সংস্থা ইরনার (IRNA) তরফে জানা গিয়েছে, প্রতিবাদী সাংবাদিক রুহোল্লা জামকে (Journalist Ruhollah Zam) ফাঁসি দিল ইরান (Iran) সরকার।

জানা গিয়েছে, বছর তিনেক আগে ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান হাজার হাজার মানুষ। এরপরই কট্টর ধর্মান্ধতা, দেশের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে এই আন্দোলন মোকাবিলা করে শাসক দলের নেতারা। শাসক দলের রোষের মুখে পড়েন ফ্রান্সে স্বেচ্ছা-নির্বাসনে যাওয়া সাংবাদিক রুহোল্লা। জাম টিভি নামে তাঁর চ্যানেলে সরকার-বিরোধী প্রচার ছাড়া জনরোষে উস্কানি দিয়েছে বলে অভিযোগ এনেছিল ইরান সরকার। আমাদনিউজ নামে রুহোল্লার টেলিগ্রাম (Telegram) চ্যানেলটির ফলোয়ার্স প্রায় ১০ লক্ষ ছাড়িয়েছিল। ২০১৯-এর সেপ্টেম্বরে (September) ইরানের গুপ্তচরেরা রুহোল্লা-কে ইরাক থেকে তুলে নিয়ে আসে। এরপর তাঁর বিচার হয় ধর্মীয় আইনে।

ইরানে ‘পৃথিবীতে দুর্নীতি’-র অভিযোগ আনা হয় সরকার পরিবর্তন বা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগ আনা হয়েছিল শাসক দলের বিরুদ্ধে সরব সাংবাদিক রুহোল্লা জামের বিরুদ্ধেও। এরপর নিম্ন আদালত দ্রুত বিচার করে। তাঁকে ফাঁসির আদেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) জুনে (June) তা বহাল রাখে। ফরাসি সরকার এই রুহোল্লার প্রাণদণ্ডের বিরোধিতা করে জামকে মুক্তি দেওয়ার আবেদন করেছিল তেহরানের কাছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শনিবার (Saturday) সেই প্রতিবাদী সাংবাদিক রুহোল্লা জামকে ফাঁসিই দিল ইরান সরকার।

আরও পড়ুন-হাসিনা-মোদি বৈঠক : গুরুত্ব পাবে কোভিড টিকা ও মুজিববর্ষ উদযাপন

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version