শুভেন্দুই মুখ্যমন্ত্রী, কনিষ্ক পাণ্ডার ঘোষণায় অবাক বিজেপিও

শুভেন্দু অধিকারীর (Shuvendu adhikari) ঘনিষ্ঠ কনিষ্ক পাণ্ডা কদিন ধরেই প্রকাশ্য বিবৃতি দিচ্ছেন। কখনও শুভেন্দুর নিরাপত্তা নিয়ে। কখনও অন্যান্য বিষয়ে। এবার তিনি জানিয়ে দিয়েছেন নতুন সরকারে শুভেন্দু মুখ্যমন্ত্রী, ( chief minister) শুভেন্দুই নিয়ন্ত্রক, লাগাম থাকবে তাঁরই হাতে। শুভেন্দুর মত দক্ষ নেতাই যে এই ভূমিকায় থাকবেন, তা ঘোষণা করে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

এদিকে এই মন্তব্য সামনে আসায় অবাক বিজেপি। (BJP) তাদের একাধিক শিবিরের খবর, কিছু সংবাদমাধ্যম থেকে এগুলি অনুবাদ করে দিল্লির নেতাদের পাঠানো হয়েছে। শুভেন্দুর দাপট বাড়লে তাঁদের দোকান বন্ধের উপক্রম। যদিও শুভেন্দু নিজে এসব বলেননি, কিন্তু কনিষ্কর বিবৃতি শুভেন্দুর শিবিরের কথা বলেই ধরা হচ্ছে। বিজেপির একাধিক শিবিরের ভাবখানা হল- যাঃ! তাহলে আমরা করব কী ? দিলীপ ঘোষ ( dilip ghosh) বিষয়টি দেখেছেন। আবার মুকুলকে ( Mukul roy) তাঁর ভক্ত এক যুব নেতা বলেছেন,” আপনি নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু আপনার কী হবে?”

সূত্রের খবর, শুভেন্দু দিন কয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নিজের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন তিনি। মনস্থির করেই ফেলেছেন। কিছু বিষয় শুধু বিবেচনা বাকি।

মুকুলের ক্ষেত্রে ধারণা হয়েছিল তিনি তৃণমূলের শতাধিক বিধায়ক ( MLA) ভেঙে দেবেন। দেখা গিয়েছে শুধু ছেলে ছাড়া কেউ নেই।
তৃণমূল জানে পাঁচ সাতজন বিধায়ক নিজের অঙ্কে বেসুরো আছেন। তাঁরা হয় হারবেন। নয় টিকিট পাবেন না। নিজের তালে দল ছাড়বেন। এর সঙ্গে মুকুল বা কারুর যোগ নেই।
এইবার শুভেন্দুর ক্ষেত্রেও বিজেপিতে ধারণা হচ্ছে ষাট সত্তরজন বিধায়ক নিয়ে বেরোবেন। শুধু ফ্লেক্স টাঙিয়ে এই সংখ্যাটা বিজেপি নেতারা মানছেন না। এখন দেখার বিষয় শুভেন্দু তৃণমূলকে কতটা ধাক্কা দিয়ে কতজন বিধায়ককে নিয়ে বেরোন।