Thursday, December 25, 2025

সবাইকে দল থেকে তাড়ানোর ছক কষছেন ফিরহাদ: জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) লেখা বিধায়ক তথা আসানসোল (Asansol) পুরসভার মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি’র (Jitendra Tiwari) চিঠি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জোর তরজা৷ যার জেরে চরম বিব্রতকর পরিস্থিতিতে তৃণমূল (TMC)৷ আর এই সুযোগে মঞ্চে ঢুকে পড়েছে বিজেপি (BJP)৷

চিঠি প্রকাশ্যে আসার পর টানা বাকযুদ্ধ চলছে ফিরহাদ ও জিতেন্দ্রর৷ জিতেন্দ্র তিওয়ারি এদিন জোরের সঙ্গে দাবি করেছেন, চিঠি ফাঁস করেছেন ফিরহাদ হাকিম। এর পরই কার্যত বিস্ফোরণ ঘটিয়ে তাঁর চাঞ্চল্যকর দাবি, “সবাইকে দল থেকে তাড়িয়ে একা রাজত্ব করার মতলবে রয়েছেন ফিরহাদ হাকিম।”

এদিন জিতেন্দ্র তিওয়ারির চিঠি প্রকাশ্যে আসতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেন, “চিঠি লেখার আগে জিতেন্দ্র তিওয়ারির উচিত ছিলো আমার সঙ্গে কথা বলা৷” একই সঙ্গে ফিরহাদ জানান, “কেউ বিজেপিতে যেতে চাইলে দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়( Mama ta Banerjee) কাউকে আটকাতে বারণ করেছেন”।

ফিরহাদের এই মন্তব্যেই কার্যত ক্ষিপ্ত হয়ে যান জিতেন্দ্র তিওয়ারি৷ পুরমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “আসানসোলের কথা বললেই যদি উনি বলেন বিজেপির এজেন্ট, দল থেকে বেরিয়ে যান, এতখানি সরলীকরণ ঠিক নয়। আমরা আসানসোলে থাকি, এখানকার মানুষকে আমাদের জবাবদিহি করতে হয়”।

এরপরই পুরমন্ত্রীকে কটাক্ষ করে জিতেন্দ্র বলেন, “উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা ভালবাসেন, আমরা তার থেকে কম ভালবাসি না। বিজেপি ওনার সঙ্গে যোগাযোগ রাখতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। বিজেপির বিরুদ্ধে মাঠে ময়দানে আমি লড়াইটা লড়ি। আমাকে এসব জ্ঞান দিতে হবে না”।

আরও পড়ুন:লাদাখ নিয়ে শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ তৈরি ভারত, কলকাতায় এসে জানালেন বিপিন রাওয়াত

চিঠি ফাঁস তিনি করেননি দাবি করে জিতেন্দ্র তিওয়ারি এরপর বলেছেন, “আমি তো আমার মন্ত্রীকে চিঠি দিয়েছি। বাইরে কাউকে জানাইনি। এর আগেও ৬-৭ বার মন্ত্রীকে চিঠি দিয়ে আমার মতামত জানিয়েছি। মন্ত্রী আমাকে ডেকে কথা বললেই তো মিটে যেত। উনি সংবাদমাধ্যমের সামনে এসব নিয়ে কথা বলতে গেলেন কেন? আর এবারের চিঠি প্রকাশ্যে এল কী করে? সব বুঝি, ফিরহাদ হাকিম চাইছেন একা উনি শুধু দলে থাকবেন, আর কেউ থাকবে না”।

দলীয় নেতৃত্বের একাংশের দিকে তোপ দেগে জিতেনবাবু বলেছেন,
“তৃণমূলের লোকেরাই বিজেপিকে সুযোগ করে দিচ্ছে৷ এই সুযোগ তো আমাদের লোকেরাই করে দিলো। চিঠি বাইরে না এলে তো বিজেপি এত কথা বলার সুযোগ পেত না। আমাদের লোকেরাই যদি বাইরের লোকেদের সব কথা বলে দেয়, তাহলে তো তারা সুযোগ পাবেই”।

এদিকে এই ইস্যুতে আসরে নেমে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আসানসোলের পুর প্রশাসকের চিঠি তুলে ধরে টুইটে রাজ্য সরকার ও তৃণমূলের উদ্দেশে শ্লেষ ছুঁড়ে দিয়েছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অমিত মালব্য। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ভূতের মুখে রাম নাম। ভোট এসে গিয়েছে। মানুষের মুখোমুখি হতে হবে। ফলে পিঠ বাঁচাতেই এইসব করা হচ্ছে।’
প্রসঙ্গত,সোমবারই আসানসোলের মুখ্য পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারির এই চিঠি প্রকাশ্যে আসে৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা এই চিঠিতে তিওয়ারির দাবি, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের(Smart City) ২,০০০ কোটি টাকা থেকে আসানসোলের নাগরিকদের বঞ্চিত করেছে রাজ্য সরকার। এই বাবদ যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রাখেননি তিনি।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...