ফিরহাদ-জিতেন্দ্রকে মঙ্গলবার বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফিরহাদ হাকিম (Firhad Hakim) – জিতেন্দ্র তিওয়ারির ( Jitendra Tarari) বিরোধ মেটাতে তৎপর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)৷

মঙ্গলবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে আসানসোল পুরসভার প্রধান প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিকে বৈঠকে ডাকা হয়েছে৷ বৈঠকে থাকতে বলা হয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে৷ সূত্রের খবর, এই বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোরও (Prasant Kishore)৷

আরও পড়ুন:এখনও থমথমে হালিশহর, নিহত নেতার পরিবারকে ৫ লক্ষ টাকা দিল বিজেপি

সোমবার এক চিঠিকে কেন্দ্র করে বাকযুদ্ধ শুরু হয় তৃণমূলের দুই দায়িত্বশীল নেতা ফিরহাদ হাকিম- জিতেন্দ্র তিওয়ারির মধ্যে৷ ফিরহাদের মন্তব্যের উত্তরে জিতেন্দ্রও তোপ দাগেন, ‘‘উনি আমার নামে যা বলছেন, তা বলতে পারেন না। লোকসভা ভোটের পর সকলে ঘরে ঢুকে গিয়েছিলেন! বিজেপি একের পর এক পার্টি অফিস দখল করছিল আসানসোলে, তখন তো ববি হাকিমকে খুঁজে পাওয়া যায়নি! এই জিতেন্দ্র তেওয়ারিই তো ছিল!’’

তৃণমূলের আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করায় এই বিরোধ মিটে যাবে৷

Previous articleসবাইকে দল থেকে তাড়ানোর ছক কষছেন ফিরহাদ: জিতেন্দ্র তিওয়ারি
Next articleমুকুলের প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব কুণাল!!