রাজ্যের জন্যই মেলেনি অনুদান, আসানসোল স্মার্ট সিটি নিয়ে পুরমন্ত্রীকে বিস্ফোরক চিঠি জিতেন্দ্রর

এবার “বেসুরো” আসানসোলের পুরসভার (Asansol Municipal Corporation) প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) সরকারি অনুদান থেকে বঞ্চনা হওয়ার অভিযোগ তুলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) এক বিস্ফোরক চিঠি দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এই চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন আসানসোলের পুর প্রশাসক।

আরও পড়ুন : কলকাতা পুরসভার শীর্ষে স্পেশ্যাল অফিসার বসাতে চলেছে রাজ্য

ফিরহাদ হাকিমকে দেওয়া চিঠিতে জিতেন্দ্র লিখেছেন, রাজ্যের সিদ্ধান্তেই কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। মেলেনি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ ২ হাজার কোটি টাকা। উন্নয়নের জন্য টাকা দেওয়া নিয়ে
প্রতিশ্রুতিও বাস্তবায়িত করেনি রাজ্য সরকার।

ক্ষোভের এখানেই শেষ নয়, রানিগঞ্জ গার্লস কলেজ ও রানিগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বডি থেকেও ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুন : Big breaking: আজই বিধায়ক থেকে ইস্তফা? বিধানসভা যাচ্ছেন শুভেন্দু

এই চিঠি নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়াতে জানান, “স্মার্ট সিটির প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটা ভাওতাবাজি মাত্র। এখানে কেন্দ্রীয় সরকার ৫০ শতাংশ দেবে আর বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। ওটা প্রোপাগান্ডা মাত্র। পুরসভাকেই উদ্যোগ নিতে হয়। এ ক্ষেত্রে উনি কতটা উদ্যোগ নিয়েছেন তা আমার জানা নেই। তবে আমরা কোনওদিনই উন্নয়নের সঙ্গে রাজনীতি মেশাইনি।”

Previous articleভগবৎ সাক্ষাতে আরএসএস কার্যালয়ে নপরাজিত! ভাইরাল ডিডিও
Next articleগণধর্ষণের শাস্তি ৯ বছরই রাখল আদালত, রবিনহোর ফুটবল কেরিয়ার অনিশ্চিত