লাগাতার দলবিরোধী বিবৃতি এবং কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরের নেতা কনিষ্ক পাণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল ( Trinamool)। দলের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কনিষ্ক লাগাতার শুভেন্দুর( Shubhendu adhikari) হয়ে বিবৃতি দিয়ে যাচ্ছিলেন। দলের পদে থেকেও প্রকাশ্যে দলের সমালোচনা করছিলেন। এমনকি শুভেন্দুকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীও ( chief minister) বলছিলেন। শৃঙ্খলার কারণেই পদক্ষেপ হয়েছে। কনিষ্ক জানিয়েছেন তিনি ভারমুক্ত। এখন শুভেন্দুর দলত্যাগ কার্যত সময়ের অপেক্ষা বলেই ধারণা।
