রাজ্য সরকারি কর্মীদের জানুয়ারি থেকে ৩ শতাংশ DA-র বিজ্ঞপ্তি জারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা আগেই করেছিলেন৷

এবার অর্থ দফতর (Finance Dept) রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ডিএ-র বিজ্ঞপ্তি জারি করলো৷ এতে বলা হয়েছে, যাঁদের বেসিক পে ২লক্ষ ১ হাজার টাকা পর্যন্ত , তাঁদের সকলেই ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাবেন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অতিরিক্ত এই ৩ শতাংশ ভাতা বেতনের সঙ্গে যুক্ত হবে। শিক্ষক-অশিক্ষক কর্মচারি, পুরসভা বা পঞ্চায়েত, বিভিন্ন লোকাল বডিতে কর্মরত সকল রাজ্য সরকারি কর্মী এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের পেনশন প্রাপকরাও ২০২১-এর জানুয়ারি মাস থেকে এই অতিরিক্ত টাকা পাবেন।

আরও পড়ুন-কৈলাস-অনুগামীদের কুকীর্তি, ইন্দোরে মমতার পোস্টারের উপর দিয়েই হাঁটছে মানুষ, চলছে গাড়ি

Previous articleবেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালীন ধর্মঘটে AIIMS-এর নার্সরা
Next articleকৃষি আইন ইস্যুতে ফের অনশনের হুমকি আন্না হাজারের