Thursday, August 28, 2025

মাদক মামলায় ফের সমন পাঠানো হল অভিনেতা অর্জুন রামপালকে। ১৬ ডিসেম্বর, বুধবার মুম্বইয়ের এনসিবি (NCB) দফতরে হাজিরা দিতে হবে বলিউড (Bollywood) অভিনেতাকে। এর আগেও এনসিবি জেরা করেছে অর্জুন (Arjun Rampal) ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা (Gabriella Demetraides)কে।

আরও পড়ুন – বাড়ি তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে তলব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

আগের মাসেই অর্জুন রামপালকে জেরা করে এনসিবি। গত ৯ নভেম্বর, দীর্ঘ ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে। অর্জুনের আন্ধেরি, বান্দ্রা এবং খারের বাড়িতে তল্লাশি চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। তল্লাশির পর অভিনেতা ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের যাবতীয় বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করে এনসিবি।

প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে, মাদক সমেত গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। এনসিবির এক জোনাল ডিরেক্টর জানান, সুশান্ত-রিহা চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, তাদের সংস্পর্শে ছিলেন অ্যাজিসিয়ালোস। এই ঘটনার পর থেকেই সন্দেহের আওতায় ছিলেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন – মাদক কাণ্ডে জামিন পেলেন ভারতী ও হর্ষ

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। মাদক মামলায় তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একে একে গ্রেফতার করা হয় রিহা চক্রবর্তী (Rhea Chakraborty), সৌভিক চক্রবর্তী (Showwik Chakraborty), স্যামুয়েল মিরান্ডাদের। যদিও বর্তমানে ভাই সৌভিক ও রিহা দুজনেই জামিনে মুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য NCB দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রকুলপ্রীত সিংদের (Rakul Preet Singh)। গ্রেফতার করা হয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও। যদিও বর্তমানে তাঁরাও জামিনে মুক্ত। এছাড়াও মাদক সহ গ্রেফতার করা হয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ সহ চার জনকে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version