Thursday, August 28, 2025

শাহ বা নাড্ডা নন, শুভেন্দু’র হাতে গেরুয়া পতাকা দেবেন দিলীপ বা মুকুল, নয়া জল্পনা

Date:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, কে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন, তা নিয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা দেখা দিয়েছে৷

দিল্লি-বিজেপি সূত্রের খবর, শুভেন্দু যেহেতু জাতীয় নেতা নন, তাই অমিত শাহ, জেপি নাড্ডাস্তরের কোনও নেতা তাঁর হাতে দলের পতাকা তুলে দিতে পারবেন না৷ তবে ইচ্ছা করলে যোগদান অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবেন৷

এই সমস্যা দেখা দেওয়ার পরই মোটামুটিভাবে স্থির হয়েছে, সম্ভবত বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অথবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বা দলের অন্য কোনও জাতীয় নেতার হাত থেকে শুভেন্দু অধিকারীকে পদ্ম- পতাকা নিতে হবে৷ দিল্লির ওই সূত্র জানাচ্ছে, এই কারনেই শোভন চট্টোপাধ্যায়ের হাতেও শাহ বা নাড্ডা পতাকা তুলে দিতে পারেননি৷

বিজেপি হোমওয়ার্ক সেরে রাখলেও শুভেন্দু ঠিক কবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও স্বচ্ছ হয়নি৷ ঘনিষ্ঠমহলে শুভেন্দু না’কি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়াটা কখনই গোপন কোনও বিষয় হতে পারেনা৷ তবে ‘কথা’ কিছুটা বাকি আছে৷ সেটা মিটে গেলে তিনি নিজেই তারিখ জানাবেন।
তবে, মঙ্গলবারই বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার
বিজেপিতে যোগদান করা যায় কি’না, তা না’কি খতিয়ে দেখছেন শুভেন্দু। গেরুয়া পতাকা তাঁর হাতে যেই তুলে দিন, অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি
বিজেপির অন্য এক সূত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন শুভেন্দু। ১৮ ডিসেম্বর দিল্লিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে আসবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি৷
ওদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী নাকি বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন প্রথমে তিনি একাই বিজেপিতে যোগ দেবেন৷ তারপর, অন্য কোনওদিন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক গেরুয়া পতাকা হাতে নেবেন৷

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version