Sunday, January 11, 2026

আমি বারুইপুরে কর্মসূচিতে ব্যস্ত, শুভেন্দুর ইস্তফা সংবাদ মাধ্যমে শুনেছি: বিমান

Date:

Share post:

নন্দীগ্রামের ( Nandigram) তৃণমূল বিধায়ক(TMC MLA) শুভেন্দু অধিকারীর *Shuvendu Adhikari) তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আজ, বুধবার বিধানসভা ভবনে (Assembly House) যান। সেখানে অধ্যক্ষ (Speeker) না থাকায় তার সচিবের কাছে ইস্তফা পত্র জমা দেন। যা নিয়ে তোলপাড় রাজ্যনীতি।

ইস্তফা কেউ দিতেই পারেন, কিন্তু শুভেন্দুর ইস্তফা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। যে পদ্ধতিতে শুভেন্দু অধিকারী তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন তা কি বৈধ? সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এনিয়ে যথেষ্ট আইনি জটিলতা রয়েছে। কোনও নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলে বেশ কিছু নিয়ম-কানুনের মধ্যে দিয়ে চলতে হয় সেটা বিধানসভার নিজস্ব কিছু আইনের পাশাপাশি সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে।

যেমন, আজ বুধবার বিকেলে বিধানসভায় গিয়ে বিধানসভার সচিব অভিজিৎ রায়ের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অধ্যক্ষের কাছে নয়। তা হলে কি শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ করা হবে?

এনিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ( Biman Banerjee) আজ বারুইপুরে (Baruipur) বলেন, ”এনিয়ে ব্যক্তিগতভাবে আমি কিছুই জানি না। আমি বারুইপুরে রয়েছি। আজ অনেকগুলো অনুষ্ঠান ছিল। সেসব করলাম। এতে অনেকটা সময় চলে গিয়েছে। আপনারা সংবাদমাধ্যমের লোকজন বলছেন, উনি নাকি ইস্তফা দিয়েছেন। আমি বিধানসভায় যাব, ওই ইস্তফাপত্রটা দেখব। তারপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

বিমানবাবুকে জানান হয়, শুভেন্দু তাঁর ইস্তফাপত্রে আবেদন করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই ইস্তফাপত্র গ্রহণ করা হয়। এনিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “কার কাছে আবেদন করেছেন জানি না। আমার কাছে তো করেনি। আমার সঙ্গে কোনও কথাই হয়নি। বিধানসভা থেকেও আমাকে কিছু জানান হয়নি। সাংবাদিকদের মাধ্যমেই তা জেনেছি। এটা কোনও পদ্ধতি নয়।”

আরও পড়ুন- কৃষক আন্দোলন অচিরেই জাতীয় ইস্যু হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...