কৃষক আন্দোলন অচিরেই জাতীয় ইস্যু হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের

কেন্দ্রের আনা নতুন তিনটি কৃষি আইনের (agri law) প্রতিবাদে কৃষকদের আন্দোলন ২১ দিনে পড়ল। দিল্লি সীমান্তে হাজার হাজার কৃষকের বিক্ষোভের আঁচ এবার সুপ্রিম কোর্টেও। এই অবস্থা বজায় থাকলে কৃষকদের বিক্ষোভ (farmers protest) ও আন্দোলন অচিরেই জাতীয় ইস্যুতে (national issue) পরিণত হবে বলে বুধবার মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। কৃষক বিক্ষোভ নিয়ে হওয়া একাধিক মামলার পরিপ্রেক্ষিতে এদিন একথা বলে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, সরকারের সঙ্গে বৈঠকে বসে আর লাভ নেই। কারণ একাধিক বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। নতুন করে ফের আরেকটি বৈঠক হলেও তাতে লাভ হবে না। সরকার খোলা মনে কৃষকদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা না হলে এর নিষ্পত্তি হওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে একটি প্যানেল (panel) গঠন করে চলতি সমস্যা নিয়ে আলোচনা করুক দু’পক্ষ। তাতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রতিনিধিদেরও রাখা হোক। প্রয়োজনে এতে মধ্যস্থতা করবে শীর্ষ আদালত। এই প্রস্তাব নিয়ে কেন্দ্রকে নোটিশ দেওয়ার পাশাপাশি কৃষক সংগঠনগুলির মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।

আরও পড়ুন – রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

 

Previous articleরাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর
Next articleআমি বারুইপুরে কর্মসূচিতে ব্যস্ত, শুভেন্দুর ইস্তফা সংবাদ মাধ্যমে শুনেছি: বিমান