Wednesday, May 14, 2025

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ৫ বছর পূরণের দিনেও দিলীপের নিশানায় তৃণমূল ও PK

Date:

বিজেপির (BJP) রাজ্য সভাপতি হিসেবে আজ ১৬ ডিসেম্বর পাঁচ বছর পূর্ণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবং সেই উপলক্ষে এদিন সকালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank Of India) সামনে চায়ে পে চর্চায় সমর্থকদের আবদার মেনে কেক কাটলেন দিলীপবাবু। ২০১৫ সালের আজকের দিনেই রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন দিলীপ ঘোষ। তখন তিনি ছিলেন রাজনীতিতে একেবারে অচেনা-আনকোরা একটি মুখ। কিন্তু ঠিক তার পরের বছরই বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য ভোটে দাড়িয়ে খড়গপুর সদর কেন্দ্র থেকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জ্ঞানসিং সোহান পালকে হারিয়ে বিভাগ নির্বাচিত হয়ে সকলকে চমকে দেন। সেই শুরু, এরপর দিলীপ ঘোষের হাতধরে রাজ্য রাজনীতিতে একের পর এক সাফল্য পায় গেরুয়া শিবির। বিজেপির সংগঠন মজবুত হয়। অচিরেই বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচন রাজ্য বিজেপির জন্য একটা মাইলস্টোন। যেখানে ১৮টি আসন জয়লাভ করে বিজেপি। রাজ্য রাজনীতিতে বিরোধী নেতা হিসেবে আরও জোরদার প্রতিষ্ঠা করেন দিলীপ ঘোষ।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার পাঁচ বছর পূর্তির দিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। ফের একবার তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পকেও কটাক্ষ করেন দিলীপ।

এদিন দিলীপবাবু বলেন, “দিদি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। কিন্তু এখনও একফোঁটা বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমর সমান জল জমে। রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। পয়সা নিয়ে বড় দোকানের সামনে হকার বসিয়ে দিচ্ছে। উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাথের টালি বদলায়। আর তা থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খান তৃণমূল নেতারা।”

এদিন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এতদিন পর মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারল না তারা ২ মাসে কী করে পরিষেবা দেবে? আসলে এসব মানুষের ফোন নম্বর জোগাড়ের ফন্দি। প্রশান্ত কিশোরের সংস্থা মানুষের ফোন নম্বর জোগাড় করে ভোটপ্রচারে কাজে লাগাবে। একদম যাবেন না দুয়ারে সরকারের ক্যাম্পে।”

রাজ্যের প্রতিটি পুরসভা নির্বাচনের জন্য বিজেপি তৈরি বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

 

Related articles

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...
Exit mobile version