Friday, November 7, 2025

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ৫ বছর পূরণের দিনেও দিলীপের নিশানায় তৃণমূল ও PK

Date:

বিজেপির (BJP) রাজ্য সভাপতি হিসেবে আজ ১৬ ডিসেম্বর পাঁচ বছর পূর্ণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবং সেই উপলক্ষে এদিন সকালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank Of India) সামনে চায়ে পে চর্চায় সমর্থকদের আবদার মেনে কেক কাটলেন দিলীপবাবু। ২০১৫ সালের আজকের দিনেই রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন দিলীপ ঘোষ। তখন তিনি ছিলেন রাজনীতিতে একেবারে অচেনা-আনকোরা একটি মুখ। কিন্তু ঠিক তার পরের বছরই বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য ভোটে দাড়িয়ে খড়গপুর সদর কেন্দ্র থেকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জ্ঞানসিং সোহান পালকে হারিয়ে বিভাগ নির্বাচিত হয়ে সকলকে চমকে দেন। সেই শুরু, এরপর দিলীপ ঘোষের হাতধরে রাজ্য রাজনীতিতে একের পর এক সাফল্য পায় গেরুয়া শিবির। বিজেপির সংগঠন মজবুত হয়। অচিরেই বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচন রাজ্য বিজেপির জন্য একটা মাইলস্টোন। যেখানে ১৮টি আসন জয়লাভ করে বিজেপি। রাজ্য রাজনীতিতে বিরোধী নেতা হিসেবে আরও জোরদার প্রতিষ্ঠা করেন দিলীপ ঘোষ।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার পাঁচ বছর পূর্তির দিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। ফের একবার তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পকেও কটাক্ষ করেন দিলীপ।

এদিন দিলীপবাবু বলেন, “দিদি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। কিন্তু এখনও একফোঁটা বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমর সমান জল জমে। রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। পয়সা নিয়ে বড় দোকানের সামনে হকার বসিয়ে দিচ্ছে। উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাথের টালি বদলায়। আর তা থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খান তৃণমূল নেতারা।”

এদিন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এতদিন পর মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারল না তারা ২ মাসে কী করে পরিষেবা দেবে? আসলে এসব মানুষের ফোন নম্বর জোগাড়ের ফন্দি। প্রশান্ত কিশোরের সংস্থা মানুষের ফোন নম্বর জোগাড় করে ভোটপ্রচারে কাজে লাগাবে। একদম যাবেন না দুয়ারে সরকারের ক্যাম্পে।”

রাজ্যের প্রতিটি পুরসভা নির্বাচনের জন্য বিজেপি তৈরি বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version