Saturday, August 23, 2025

বৌবাজারের চা-চক্র থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

Date:

Share post:

একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বেড়ে চলেছে রাজ্য রাজনীতিতে(Politics)। জনসভার পাশাপাশি প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে চা-চক্রের আসর বসাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখান থেকেই নানা ইস্যুতে তৃণমূলকে তোপ দেগে চলেছেন তিনি। সেই ধারা অব্যাহত রেখে বুধবার মধ্য কলকাতার বৌবাজারে চা চক্রে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানেই দুয়ারে সরকার(Duare Sarkar) প্রকল্পের জন্য রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি(West Bengal BJP President)।

এদিন সকালে চা চক্রের উপস্থিত হয় দিলীপ ঘোষ বলেন বলেন, ‘এতদিন পর মানুষকে পরিষেবা তোমার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারেনি তারা দু’মাসে কিভাবে দেবে? আসলে ওটা কারণ নয়, তৃণমূল(TMC) সাধারণ মানুষের ফোন নম্বর জোগাড় করার ফন্দি দিয়ে এঁটেছে। মূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সংস্থা(Prashant Kishor) সাধারণ মানুষের ফোন নম্বর জোগাড় করে তাদেরকে ভোটের কাজে লাগাবে। এই উদ্দেশেই ‘দুয়ারে সরকার’-এর পরিকল্পনা।’ এরপরই মানুষের কাছে আবেদন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আপনাদের অনুরোধ করছি এই ফাঁদে একেবারেই পা দেবেন না।’

আরও পড়ুন:মধ্যপ্রদেশে জ্বালানির উপর গো-শুল্ক বসানোর পরিকল্পনা বিজেপি সরকারের

তবে এই টুকুতেই ক্ষান্ত থাকেনি দিলীপ ঘোষ। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘দিদি বলেছিলেন কলকাতাকে লণ্ডন বানাবেন। কিন্তু পরিস্থিতি এখন যা তাতে একটু বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমরসমান জল জমে যায়। শহরের রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। টাকা খেয়ে বড় দোকানের সামনে হকারদের বসিয়ে দিচ্ছে।’ পাশাপাশি রীতিমতো কটাক্ষের সুরে তিনি বলেন, ‘শহরে উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাতের টালি বদলানো। আর সেই কাজের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা কাট মানি খেয়ে নেন তৃণমূলের নেতারা।’

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...